Food For Health, Uncategorized

⭕⭕ মাসকলাইয়ের ডাল ⭕⭕

রুচিবদলে ডালের মধ্যেও রয়েছে বৈচিত্র্য। আর এতে মাসকলাইয়ের ডালের ডিশটা বেশ বড়। স্বাদবর্ধক ফোড়ন দিয়ে রান্না করা এক বাটি মাষকলাইয়ের ডাল খেয়ে তৃপ্তির ঢেকুর তুলে বলতেই হবে, আহ্, খেলাম রে!
প্রোটিন ও ভিটামিন বি-এর সমৃদ্ধ উৎস হলো এই ডাল। এ ডাল পেট কেচে বর্জ্য নামিয়ে দেয়। সঙ্গে পুরুষের শুক্রাণুও বাড়ায়। রুচিকর ও বলবর্ধক বলে শরীরে প্রয়োজনীয় প্রোটিনের জোগানদাতা এই ডাল।

মাসকলাই ডালের উপকারিতা

পেশি গঠনেঃ
পেশির কোষের বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে মাষকলাই ডাল। শরীরের বৃদ্ধিতে ডালে থাকা প্রোটিন খুবই দরকারি।
হৃদ্‌যন্ত্র সুস্থ রাখে:
হৃদ্‌যন্ত্র ভালো রাখতে মাষকলাই ডাল উপকারী। এর পটাশিয়াম রক্তে সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণে রাখে। শরীরে কোলস্টেরল নিয়ন্ত্রণ করতে এ ডাল উপকারী। এতে ম্যাগনেশিয়াম থাকায় রক্তপ্রবাহ বাড়ায় এবং হৃদ্‌যন্ত্র ভালো রাখতে সাহায্য করে।
ডায়াবেটিস নিয়ন্ত্রণেঃ ডায়াবেটিস নিয়ন্ত্রণেও ভূমিকা রাখতে পারে মাষকলাই ডাল।
শুক্রবর্ধক:
মাষকলাই ডাল শুক্রবর্ধক হিসেবে কাজ করে। ‘প্রাকৃতিক উদ্দীপক’ হিসেবে এই ডাল শুক্রসংক্রান্ত সমস্যার সমাধান করতে পারে। পানিতে পাঁচ-ছয় ঘণ্টা ভিজিয়ে রেখে ঘি দিয়ে ভেজে খেলে উপকার পাওয়া যাবে।
স্নায়বিক রোগ সারাতেঃ স্নায়বিক দুর্বলতা, স্মৃতি দুর্বলতা, সিজোফ্রেনিয়ার, হিস্টিরিয়ার মতো সমস্যা দূর করতে পারে মাষকলাই।
ত্বকের সুরক্ষায়ঃ
দারুণ স্ক্রাব হিসেবে ব্যবহার করা যায় মাষকলাই। ত্বক থেকে ময়লা, মৃত কোষ সরিয়ে ত্বকের সতেজতা ও ঔজ্জ্বল্য বাড়ায় মাষকলাই। রোদে পোড়া ত্বকের ক্ষেত্রেও এই ডাল উপকারী। এতে আছে প্রাকৃতিক জীবাণুনাশক ক্ষমতা। তাই মুখের ব্রণ দূর করতে পারে এটি। মুখের দাগ দূর করতেও মাষকলাইয়ের ডালের ব্যবহার দেখা যায়।
খুশকি দূর করেঃ মাষকলাইয়ের ডাল মাথায় মাখলে চুল নরম হয়, খুশকি দূর হয়।
রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকলে সামান্য অসুস্থতার কারণে মানুষ দুর্বল হয়ে পড়ে। ফলে আমাদের খাদ্যাভাস পাল্টানো উচিত। এবং অবশ্যই এই ডালটিকে খাদ্য তালিকায় রাখা উচিত।
গাঁও গ্রামের পণ্যের মাসকলাই ডাল কেন বিশেষ :
এই ডাল কৃষকদের কাছ থেকে সংগ্রহ করে যাচাই বাছাই আপনাদের জন্য প্রস্তুত করা হয়।
এই ডাল উৎপাদনে কোন প্রকার ক্ষতিকর ক্যামিকেল ব্যবহার করেন না কৃষকেরা।
খোসা ছাড়ানো ফ্রেশ ডাল।
আমাদের পন্য মানেই শতভাগ বিশুদ্ধ পণ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *